Published : 12 May 2025, 11:03 PM
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের হাতে জিম্মি থাকা আমেরিকান-ইসরায়েলি এডান আলেক্সান্ডারকে মুক্তি দিয়েছে।
তাকে গাজায় আন্তর্জাতিক রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। ৫৮০ দিন আটকাবস্থায় কাটানোর পর ইসরায়েল সীমান্তে নিজের পরিবারের কাছে আলেক্সান্ডার ফিরে যাচ্ছেন।
আরব টিভি নেটওয়ার্কের ফুটেজে সোমবার রেডক্রসের গাড়িবহর দেখা গেছে। কর্মকর্তারা গাড়িতে করে ২১ বছর বয়সী আলেক্সান্ডারকে নিয়ে যাবেন ইসরায়েল সীমান্তে।
ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেসও (আইডিএফ) রেডক্রসের কাছে আলেক্সান্ডারকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে।
দক্ষিণ ইসরায়েল সীমান্তের একটি ঘাঁটিতে রেডক্রসের গাড়ি থেকে আইডিএফ আলেক্সান্ডারকে গ্রহণ করবে।
আলেক্সান্ডার ইসরায়েলের গাজা সীমান্তে এলিট পদাতিক বাহিনীতে কাজ করছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলার সময় তিনি যোদ্ধাদের হাতে ধরা পড়েন।
ওই হামলায় হামাস ২৫১ জনকে গাজায় নিয়ে গিয়ে জিম্মি করেছিল। তাদের মধ্যে এখনও গাজায় আছে ৫৯ জিম্মি। এদের মধ্যে ২৪ জন বেঁচে আছে বলে ধারণা করা হচ্ছে।
হামাস বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো এবং গাজায় মানবিক ত্রণ সহায়তা প্রবেশের সুযোগ তৈরি করতেই তারা এডান আলেক্সান্ডারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে ইসরায়েল বলছে, তারা আলেক্সান্ডারকে ফিরিয়ে নিতে কেবল একটি নিরাপদ করিডোরের জন্য রাজি হয়েছে, যুদ্ধবিরতি করতে নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। তিনি আলেক্সান্ডারের মুক্তিকে ‘বিরাট খবর’ বলে বর্ণনা করেছেন।