Published : 21 Jun 2025, 05:17 PM
ইরানের ইস্পাহান প্রদেশের কয়েকটি স্থানে ইসরায়েলি হামলার খবর দিয়েছে ‘ফারস নিউজ এজেন্সি’।
ইরানের এ সংবাদ সংস্থা বলছে, শনিবার সকালের এ হামলায় লেনজান, মোবারাকে ও শাহরেজা এলাকার পাশাপাশি ইস্পাহানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাতেও আঘাত হানে ইসরায়েল।
ইস্পাহানের সহাকারী গভর্নর আকবর সালেহির বরাতে ফারস নিউজ বলছে, পরমাণু স্থাপনায় আঘাত হানাই ছিল ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলার বিরুদ্ধে তাৎক্ষণিক সাড়া দেয়।
ইস্পাহানের স্থানীয় কর্মকর্তাদের বরাতে আনাদোলুর খবরে বলা হয়, এ হামলায় কেউ হতাহত হননি এবং পরমাণু স্থাপনা সুরক্ষিত রয়েছে।
এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা— আইএসএনএ’র বরাতে আল জাজিরা বলছে, এদিন দেশটির ফারস প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েল। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত ১৩ জুন ভোরে তেহরানসহ ইরানের কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল। তারা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা ও বিজ্ঞানীকেও হত্যা করে।
এরপর থেকেই আকাশপথে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত নুর নিউজ বলছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত তাদের ৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সাড়ে তিন হাজার মানুষ।
ইসরায়েল বলছে, তেহরানের হামলায় তাদের ২৫ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েকশ।
ইরানে হামলা চালানোর যুক্তি হিসেবে তেল আবিব বলছে, তেহরান পারমাণবিক অস্ত্র বানানোর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এ কারণে তারা হামলা চালাতে বাধ্য হয়েছে।
অন্যদিকে তেহরান বলছে, তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।