Published : 20 Jun 2025, 05:28 PM
মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নর্থ কিভু প্রদেশে একটি কোলটান খনিতে ধসের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দুটি সূত্র।
বৃহস্পতিবার ধসে পড়ার সময় ডজনের বেশি লোক খনিটি থেকে বের হয়ে প্রাণে বাঁচতে পেরেছে, শুক্রবার খনি ও নাগরিক সমাজের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছে।
নর্থ কিভুর রুবায়া এলাকার আশপাশে যত খনি আছে সেখান থেকেই বিশ্বের ছয়ভাগের একভাগ কোলটান আসে। এ ধাতব আকরিকটি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র বানাতে লাগে।
গত বছরের মাঝামাঝি থেকে কঙ্গোর খনিজসম্পদে ভরপুর এই এলাকাটি এম২৩ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা কোলটানের উৎপাদনের মূল্যের ওপর ১৫ শতাংশ করও বসিয়েছে বলে বিদ্রোহীদের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।