Published : 26 Mar 2023, 02:29 PM
মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড পেয়ে পার্লামেন্টে অযোগ্য হওয়ার পর টুইটারে নিজের পরিচিতির ঘরে ‘ডিসকোয়ালিফায়েড এমপি’ লিখেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
এনডিটিভি জানিয়েছে, রাহুলের টুইটার বায়ো-তে এখন ‘মেম্বার অব পার্লামেন্ট’ এর জায়গায় ‘ডিসকোয়ালিফায়েড এমপি’ লেখা দেখা যাচ্ছে।
অ্যাকাউন্টে পরিচিতি অংশে লেখা রয়েছে- “এটি রাহুল গান্ধীর অফিসিয়াল অ্যাকাউন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য। ডিসকোয়ালিফায়েড এমপি।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বংশগত নাম বা পদবি নিয়ে কটুক্তির অভিযোগে চার বছর আগে করা এক মানহানির মামলায় গুজরাটের সুরাটের একটি আদালত বৃহস্পতিবার রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয়। পরদিন প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে লোকসভায়ও অযোগ্য ঘোষণা করা হয়।
ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল লোকসভায় কেরালার ওয়েনাড আসনের প্রতিনিধিত্ব করছিলেন। অযোগ্য ঘোষণার পর তার পার্লামেন্টের সদস্যপদ খারিজ হয়ে যায়।
এদিকে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে রোববার ভারতজুড়ে দিনব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে কংগ্রেস।
ওয়েনাড থেকে নির্বাচিত এমপি রাহুল ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নীরব মোদী ও ললিত মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর নামের মিল থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ‘সব চোরের পদবি মোদী হয় কী করে?’ মন্তব্য করেছিলেন।
তার প্রতিক্রিয়ায় গুজরাটের বিজেপি বিধায়ক ও সাবেক মন্ত্রী পুর্নেশ মোদী কংগ্রেসের সাবেক সভাপতির বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন।
সাজা হলেও রাহুল জামিনে রয়েছেন, তাকে আপিল করার সুযোগ দিতে রায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে এ কংগ্রেস নেতা এখন পর্যন্ত উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেননি বলে জানিয়েছে এনডিটিভি।
আরও পড়ুন-