Published : 10 May 2023, 07:22 PM
‘এক হাজার দিন আটক থাকা কম কষ্ট নয়’ বলেছেন, নিক কোয়েল। তিনি তার সঙ্গী অস্ট্রেলীয় সাংবাদিক চেং লেইয়ের কথা বলছিলেন।
লেই আটক আছেন চীনের কারাগারে। তার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত এখনও গোপন রাখা হয়েছে। তাকে এখনও সাজাও দেওয়া হয়নি।
লেইয়ের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের মতো কোয়েলও এখনও জানেন না কি কারণে তাকে জেলে থাকতে হয়েছে।
কোয়েল বিবিসি-কে বলেন, “আমি চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই অদ্ভুত পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব সমাধা করার আহ্বান জানাব।
চেং লেই চীনের রাষ্ট্র পরিচালিত ইংরেজি ভাষার টিভি স্টেশন সিজিটিএন এর বাণিজ্যিক প্রতিবেদক হিসেবে কাজ করছিলেন।
২০২০ সালের ১৩ অগাষ্টে হঠাৎ রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তারা তাকে আটক করে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে বিদেশে রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশে পাচারের অভিযোগ আনা হয়।
প্রথম ৬ মাস লেইকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তার জন্য কোনও আইনজীবী দেওয়া হয়নি।
পরে তাকে অন্য কয়েদিদের সঙ্গে আটকে রাখা হয়। রুদ্ধদ্বার আদালতে গতবছর মার্চে তার বিচারও হয়। চীনে নিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকেও তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।
লেইয়ের সাজা ঘোষণাও বার বার পিছিয়ে দেওয়া হয়েছে। তার বিচার যেখানে হয়েছে, সেই ‘বেইজিং সেকেন্ড ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট’ তার বিষয়ে বিবিসি-র প্রশ্নের কোন জবাব দেয়নি।
কোয়েল চীন-অস্ট্রেলিয়া চেম্বার অব কমার্সের সাবেক নির্বাহী। তিনি চীন ছেড়ে চলে গেছেন। তবে বিদেশ থেকেও তিনি তার সঙ্গী লেইকে মুক্ত করার জন্য চেষ্টা করছেন।
কোয়েল জানান, তিনি অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়াও কিয়ানের সঙ্গে কথা বলেছেন জানুয়ারি মাসে।শিয়াও আশা প্রকাশ করে বলেছিলেন, শিগগিরই সমস্যার সমাধান হবে। কোয়েল বলেন, “৫ মাস পার হয়ে গেছে। আমি এখনও অপেক্ষায় আছি।”