Published : 16 Apr 2023, 11:06 PM
যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের ছোট্ট শহর ডাডেভিলে একটি জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলিতে অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
রোববার সকালে রাজ্য পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে সে খবর জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দিতে তারা রাজি হননি।
তবে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল রোববার প্রচারিত তাদের খবরে তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, ওই ঘটনায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে সার্জেন্ট জেরেমি বুরকেট বলেন, ‘‘সেখানে ঠিক কী ঘটেছে তা দেখা, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে আমরা খুবই পদ্ধতিগতভাবে সেখানে তদন্ত করে যাচ্ছি।”
স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার কিছু পরে গুলির ওই ঘটনা ঘটে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
কী কারণে গোলাগুলির ঘটনার সূত্রপাত হয়েছে, তদন্ত কর্মকর্তারা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি।
গোলাগুলির ঘটনা ঘটার ১২ ঘণ্টা পরও উদ্বিগ্ন অভিভাবকদের তাদের সন্তানদের খোঁজ জানতে অপেক্ষা করতে হচ্ছে বলে জানায় বিবিসি।