Published : 22 Jul 2023, 04:06 PM
সহিংসতায় ক্ষত-বিক্ষত মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানো ও যৌন নিগ্রহের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ওই ঘটনার সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে ভারতের উত্তরপূর্বের রাজ্যটির পুলিশ।
আগে গ্রেপ্তার চারজনকে পুলিশ শুক্রবার ১১ দিনের জন্য হেফাজতেও নিয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এই ৪ জনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছিল।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মণিপুরের কাংপোকপিতে একদল উন্মত্ত লোক দুই নারীকে বিবস্ত্র করে রাস্তা দিয়ে হাঁটিয়ে মাঠের দিকে নিয়ে যাচ্ছে।
বুধবার এই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতজুড়ে তোলপাড় শুরু হয়।
ওই ঘটনায় সর্বশেষ যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম ইয়ামলেমবাম নাংসিথই মেতেই, বয়স ১৯ বলে জানিয়েছে পুলিশ।
মণিপুরের সরকার রাজ্যটির বাসিন্দাদের প্রতি লুট করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পুলিশ কিংবা কাছাকাছি থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ফিরিয়ে দিতেও অনুরোধ করেছে।
এদিকে মণিপুরের রাজধানী ইম্ফলে নতুন সংঘর্ষের খবর পাওয়া গেছে। শহরের ঘারি এলাকার একটি সড়কের দুই পাশ নারী বিক্ষোভকারীরা আটকে দেওয়ার পর সেখানে এ সংঘর্ষ হয়।
নারী বিক্ষোভকারীরা তাদের কর্মসূচির মধ্যে টায়ার পোড়ায়, এরপরই পুলিশ তাদের সরিয়ে দিতে উদ্যত হয়, বলেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ও ব্রায়ান ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে পার্লামেন্টের কার্যক্রম স্থবির করে রাখার অভিযোগ এনেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি লোকসভা কিংবা রাজ্যসভায় মণিপুর নিয়ে আলোচনার পথ খুলে দেওয়ার দাবি জানান।
মণিপুরের পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলোর বিক্ষোভের মুখে বৃহস্পতিবার অধিবেশন শুরু হওয়ার পর থেকে ভারতের পার্লামেন্টের কার্যক্রম থমকে আছে।
মুম্বাইয়ে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, মণিপুরের ইস্যু যে কেবল সংবেদনশীলই নয়, এর সঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্নও জড়িত, তা বিরোধী দলের নেতারা ভালো করেই জানেন।
“কিন্তু বিরোধীরা এসব নিয়ে পার্লামেন্টে আলোচনা করতে চান না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, গতকাল রাজস্থানে এক মন্ত্রী রাজ্যটিতে নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ নিয়ে মুখ খুলেছিলেন, এরপর অদ্ভূতভাবেই কংগ্রেস তাকে বরখাস্ত করে দেয়।
“আরেকটা মারাত্মক ভিডিও এসেছে পশ্চিমবঙ্গের মালদহ থেকে, যেখানে দুই দলিত নারীকে মারধর ও বিবস্ত্র করার দৃশ্য দেখা যাচ্ছে। কংগ্রেস রাজস্থানে নারীর বিরুদ্ধে যে নিপীড়ন চলছে, তা নিয়ে সত্য কথা শুনতে চাইছে না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়ার খায়েশে কংগ্রেস পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে মানুষ খুনের ঘটনায়ও নিশ্চুপ দর্শক,” সাংবাদিকদের বলেছেন ইরানি।