Published : 11 Jul 2023, 11:52 AM
জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশুতে প্রবল বৃষ্টির মধ্যে বন্যা ও ভূমিধসের ঘটনা অন্তত ছয়জনের প্রাণ কেড়ে নিয়েছে।
এসব ঘটনায় নিখোঁজ আরও তিনজনের খোঁজে অনুসন্ধান চালানো হচ্ছে বলে মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার দ্বীপটির উত্তরাংশে ভারি বৃষ্টি হতে পারে বলে বিশেষ সতর্কতা জানিয়ে পূর্বাভাস দিয়েছিল জাপানের আবহাওয়া সংস্থা, কিন্তু পরে সতর্কতার মাত্রা কমানো হয় এবং বাসিন্দাদের আরও ভূমিধসের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
গত কয়েকদিন ধরে বিশ্বের বিভিন্ন অংশে অস্বাভাবিক ভারি বৃষ্টিপাত হচ্ছে, এতে জলবায়ু পরিবর্তনের গতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক নিয়মিত সংবাদ সম্মেলনে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো বলেন, “কতোজন হতাহত হয়েছেন তা শহর কর্তৃপক্ষগুলো এখনও যাচাই করে দেখছে, কিন্তু আমরা দুর্যোগের সঙ্গে সম্পর্কিত তিনটি, আরও তিনটি মৃত্যু ও তিনজন নিখোঁজ এবং দুই জন সামান্য আহত হয়েছেন বলে খবর পেয়েছি।”
প্রবল বৃষ্টির কারণে গাড়ির টায়ার নির্মাতা কোম্পানি ব্রিজস্টোন কিউশুতে তাদের চারটি কারখানায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল, তবে মঙ্গলবার সকাল থেকে প্রকল্পগুলোতে কাজ ফের শুরু হয়েছে বলে কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন।