Published : 21 Jun 2025, 11:41 PM
লেখক কাজী আনিস আহমেদের নতুন বই ‘কার্নিভোর’ আসছে বাজারে।
৩২০ পৃষ্ঠার এ উপন্যাস আগামী ৩০ জুন প্রকাশিত হবে ব্রিটিশ-আমেরিকান প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স থেকে। বর্তমানে এটি অ্যামাজনে অর্ডার করা যাচ্ছে।
নিউ ইয়র্ক অভিবাসী একজন বাংলাদেশি শেফের অর্থ উপার্জনের ভিন্ন পথ বেছে নেওয়ার ঘটনা উঠে এসেছে তার লেখায়।
ঢাকার বুকওয়ার্ম ও অন্যান্য দোকানেও ইন্ডিয়ান পেপারব্যাক সংস্করণে পাওয়া যাবে এটি। দাম ধরা হয়েছে ৮০০ টাকা।
যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ার বাজারে প্রিন্ট ও অনলাইন সংস্করণে পাওয়া যাবে বইটি। যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকায় বইটি প্রকাশিত হবে আগামী বছরের মার্চে।
কাজী আনিস আহমেদ বেড়ে উঠেছেন ঢাকায়। এর আগে তার একটি ছোটগল্প সংকলন ও উপন্যাস প্রকাশিত হয়েছে।