Published : 15 May 2025, 06:57 PM
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানের ১০ তলা ভবন জব্দ ও পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
আদেশ এসেছে হারুনের ভাইয়ের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এসব আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, কমিশনের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আবেদন দুটি করেছিলেন।
গত ১৯ ফেব্রুয়ারি হারুন ও তার ভাই এ বি এম শাহরিয়ারের নামে থাকা ১৩০ বিঘা জমি জব্দের আদেশ দেয় একই আদালত। ওই দিন তাদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও আসে। অবরুদ্ধ করা হয় তিনটি কোম্পানির শেয়ারও।
এর আগে গত ২৭ অগাস্ট হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।
গত ৮ জানুয়ারি আসে হারুন ও তার ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ।
আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পাওয়া হারুনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নামে-বেনামে রাজধানীতে দুই ডজন বাড়ি, অর্ধ-শতাধিক ফ্ল্যাট ও প্লটের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।
তিনি যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দাসহ বিভিন্ন জায়গায় অঢেল সম্পদ গড়েছেন বলেও অভিযোগ পেয়েছে দুদক।
২০২২ সালের জুলাই থেকে ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পালন করছিলেন হারুন অর রশীদ। গণআন্দোলনে সরকার পতনের চার দিন আগে গত ৩১ জুলাই তাকে সেখান থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনারের (ক্রাইম অ্যান্ড অপারেশনস) দায়িত্ব দেওয়া হয়।
সরকার পতনের পর থেকেই তার হদিস মিলছে না।