Published : 18 Feb 2025, 03:04 PM
বন্ধুর জন্মদিন উদযাপন করতে বেরিয়ে রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে এক তরুণ দম্পতির।
সোমবার রাত দেড়টার দিকে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস সেন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন আব্দুর রহমান রাব্বি (২৫) ও তার স্ত্রী কারিমা আক্তার মিম (২০)। টঙ্গী কলেজগেট এলাকায় তাদের বাসা।
টাঙ্গাইলের আব্দুর রউফের ছেলে রাব্বি লেখাপড়া শেষ করে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন তার বন্ধুর স্ত্রী তানজিলা।
তানজিলার স্বামী মুনতাসির মাহমুদ মানিকের জন্মদিন ছিল সোমবার। উদযাপনের জন্য রাব্বি ও মিম গিয়েছিলেন তাদের বাসায়। জন্মদিন উদযাপন শেষে রেস্তোরাঁয় খাবার খেতে তারা দুটো মোটরসাইকেলে বের হন।
তানজিলা ও মানিক কিছুটা এগিয়ে গিয়েছিলেন। পেছনে রাব্বিদের আসতে না দেখে তাকে ফোন করেন মানিক। তখন পুলিশের একজন কর্মকর্তা ফোন ধরে জানান, তারা রাব্বি ও মিমকে রাস্তায় পড়ে থাকা অবস্থায় পেয়েছেন।
মানিক বলেন, খবর পেয়ে তারা সেখানে গিয়ে রাব্বি ও মিমকে রাত পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।
রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেওয়া হয় পঙ্গু হাসপাতালে, সেখান থেকে নিউরোসায়েন্স হাসপাতালে। সেখান থেকে মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে আবারও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাদের পেয়েছি রাস্তায় পড়ে থাকা অবস্থায়। তারা তখনও জীবিত ছিল। আমাদের টহল দলের সর্বোচ্চ চেষ্টা ছিল তাদের প্রাণ বাঁচানোর। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মৃত্যু হয়।”
কীভাবে দুর্ঘটনা ঘটলো জানতে চাইলে ওসি বলেন, “তারা নিয়ন্ত্রণ হারিয়েছিলেন না অন্য কোনো যানবাহন তাদের ধাক্কা দিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
রাব্বি ও মিমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।