Published : 02 Jul 2025, 11:54 PM
মানিকগঞ্জ- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মানিকগঞ্জ ডিবির একটি দল সাবেক সংসদ সদস্য দুর্জয়কে লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে জেলার দুটো থানায় দুটো মামলা রয়েছে।
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর থেকে বছরজুড়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীসহ নেতাদের গ্রেপ্তারের মধ্যে এবার দুর্জয়কে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।
পট পরিবর্তনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি খেলোয়াড় থেকে আওয়ামী লীগের রাজনীতিতে নাম লেখানো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক দুর্জয়কে।
২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রথমবার মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুর্জয়। পরের সংসদেও জয়ী হন তিনি। তবে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তাকে মনোয়ন দেয়নি আওয়ামী লীগ।
২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে।
গত ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে দুদক। ৩ অক্টোবর তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। এরপর ১৮ ডিসেম্বর দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি বিরোধী সংস্থাটি।