Published : 15 Sep 2024, 07:54 PM
আইডিয়াল কলেজের নামফলক খুলে নেওয়ার পাঁচদিন পর ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর হল ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায়।
রোববারও দুপুরের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘শঙ্খনীল’ নামের একটি বাসে হামলা চালায় আইডিয়ালের শিক্ষার্থীরা।
এই খবর ছড়িয়ে পড়লে সেই এলাকায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে মোড়ে অবস্থান নিলে উত্তেজনা তৈরি হয়।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, ক্লাস শেষ করার পর মিরপুরের পথে যাত্রা শুরু করে ‘শঙ্খনীল’। সায়েন্স ল্যাবরেটরি মোড় পার হওয়ার পরপর আইডিয়াল কলেজের ইউনিফর্ম পরা কয়েকজন এতে আক্রমণ চালায়।
তারা ইট ছুড়ে কাচ ভাঙচুর করে, লাঠি দিয়েও বাসকে পেটায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী ও বাসচালক আহত হন। হামলার মুখে ঢাকা কলেজের ছাত্ররা সিটের নিচে বসে নিজেদের রক্ষা করেন।
নিউ মার্কেট থানার ওসি মহসীন উদ্দিন বলেন, “জানালায় ইটের আঘাতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর শুনেছি, তবে আহত কেউ আমাদের কাছে আসেনি।
“পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় গেলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাসদস্যরা ঘটনাস্থলে যায়।”
পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে দুই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে বসে আলোচনা করে দ্বন্দ্বের মীমাংসার চেষ্টা করা হয় বলেও জানান ওসি মহসীন।
গত ১০ সেপ্টেম্বর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সেদিন ১৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ওই দিন আইডিয়াল কলেজের নামফলকও খুলে নিয়ে যেতে দেখা যায়।
আরও পড়ুন: