Published : 25 Jul 2024, 09:05 PM
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় রোববার সারা দেশে প্রার্থনার ঘোষণা দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, “টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মঙ্গল কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী রোববার সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় সুবিধামত সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।”
হাই কোর্টের রায়ে পর জুলাইয়ের শুরু থেকে কোটা বাতিলের আন্দোলন শুরু হলেও পরে তা কোটা সংস্কারের এক দফা দাবিতে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে তা ছড়িয়ে পড়ে আরও অনেক স্থানে। পরে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে এক পর্যায়ে তা সহিংসতায় গড়ায়।
আন্দোলনকে ঘিরে সংঘাতের মধ্যে এক সপ্তাহে দুই শতাধিক মানুষের মৃত্যুর খবর আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি করা হয়।
ক্ষমতাসীনদের দাবি, ছাত্রদের আন্দোলনের সুযোগে এসব নাশকতা ঘটিয়েছে বিএনপি-জামায়াত।