Published : 12 Mar 2025, 12:26 AM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুল করে এক প্রবাসীর ফেলে যাওয়া পাসপোর্টসহ একটি ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে এভিয়েশন সিকিউরিটি-এভসেক।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এভসেকের বরাত দিয়ে তিনি বলেন, গত ৯ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-৩৪০) সৌদি আরবের রিয়াদ থেকে বাংলাদেশে আসেন মো. সাদ্দাম হোসেন নামের ওই যাত্রী।
অ্যারাইভাল বেল্ট ৫-এ লাগেজ সংগ্রহ করার সময় তিনি ভুলবশত পাসপোর্ট, মোবাইল ও ঘড়িসহ একটি ব্যাগ চেয়ারের ওপর রেখে বাসায় চলে যান।
পরে এভসেক ‘কন্ট্রোল রুম' ব্যাগটি পেয়ে ওই যাত্রীর পাসপোর্টে থাকা মোবাইল নম্বরে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করে ব্যাগটি নিয়ে যেতে বলেন।
এরপর মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় তিনি ব্যাগটি নিতে আসেন এবং প্রমাণ সাপেক্ষে ব্যাগটি তাকে হস্তান্তর করা হয়।
‘দুর্ব্যবহারের’ জরিমানা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে আহাম্মদ মোস্তফা নামে এক যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাউছার মাহমুদ।
এভসেকের বরাত দিয়ে তিনি বলেন, প্রি-বোর্ডিং গেইট এলাকায় ওই যাত্রীর লাগেজে লাইটারের অস্তিত্ব পাওয়া যায়। পরে লাগেজ থেকে দুটি লাইটার বের করে এভসেক সদস্যরা তা রেখে দেওয়ার কথা বললে তিনি ‘খারাপ আচরণ’ করতে থাকেন।
পরে এভসেক সদস্যরা তাকে বিমানবন্দরের নির্বাহী হাকিম আদালতে হাজির করলে হাকিম তাকে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।