Published : 07 Oct 2024, 11:40 AM
প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফাহিমুল ইসলামকে পদন্নোতি দিয়ে সেতু বিভাগের সচিব করেছে অন্তর্বর্তী সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে ফাহিমুল ইসলামকে সেতু বিভাগের সচিবের দায়িত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক করা হয়েছে।
সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেনকে গত ১৮ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।