Published : 23 Jun 2025, 01:53 AM
ঢাকার পল্লবীতে ছুরিকাঘাতে মো. রিফাত নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে মিরপুর ১১ নম্বর সেকশন এলাকায় ছুরিকাঘাত করা হয় রিফাতকে।
তিনি পল্লবীর বেনারসি পল্লী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
রিফাত স্থানীয় জান্নাত একাডেমি থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে বলে তার স্বজনেরা জানিয়েছেন।
তার বাবা মো. শাহিন বলেন, এক বান্ধবীকে নিয়ে তার বন্ধু আসিফের সঙ্গে রোববার রাতে বিতণ্ডা হয় রিফাতের। এর এক পর্যায়ে রিফাতকে পেটে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় আসিফ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, " রিফাতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।"