Published : 05 Jun 2024, 09:38 PM
কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুনের ঘটনায় এবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক সময়কার চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের খাসকামরায় তিনি জবানবন্দি দেন।
আদালত পুলিশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন আহমেদ জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর শিমুল ভুঁইয়াকে কারাগারে পাঠানো হয়।
এ নিয়ে এই হত্যাকাণ্ডে বাংলাদেশে গ্রেপ্তার তিনজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
এর আগে সোমবার সেলেস্টি রহমান ও মঙ্গলবার শিমুল ভূঁইয়ার ভাতিজা তানভীর ভুঁইয়া আদালতে জবানবন্দি দেন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তানভীর জানিয়েছিলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি গত ৬ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। সেখানে সল্টলেক ও নিউ টাউনের মাঝামাঝি এলাকায় ত্রিশিব হোটেলে ওঠেন। তারা পরিকল্পনা অনুযায়ী সংসদ সদস্য আনোয়ারুলকে নানাভাবে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে যান।
তবে সেলেস্টি জবানবন্দিতে কী বলেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের একজন কর্মী জানান, শিমুল ভূঁইয়া আদালতকে জানিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতা। খুলনা, ঝিনাইদহ, যশোরসহ দেশের দক্ষিণাঞ্চলে দলের কার্যক্রম পরিচালনা করতেন। এমপি আনারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল। আবার ঘটনার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের সঙ্গেও এমপি আনারের ব্যবসায়িক বিরোধ ছিল। তাই শিমুল ও শাহীন দীর্ঘদিন ধরে আনারকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন। গত জানুয়ারি ও মার্চে আনারকে হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়।
পরবর্তীতে শাহীন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে আসামিদের সঙ্গে পরিকল্পনা করেন। আনারকে ভারতের কলকাতায় নিয়ে হত্যা ও লাশ গুম করার ফন্দি আঁটেন। পরিকল্পনা অনুযায়ী ব্যবসার লোভ দেখিয়ে এমপি আনারকে কলকাতায় যেতে রাজি করান শিমুল ও অন্য আসামিরা।
কলকাতার অভিজাত নিউটাউন এলাকায় শাহীনের একটি ভাড়া করা ফ্ল্যাট আছে। শাহীনের পরিকল্পনা অনুযায়ী, ৩০ এপ্রিল শিমুল ও শিলাস্তি বাংলাদেশ থেকে গিয়ে ওই ফ্ল্যাটে ওঠেন। গত ৬ মে শিমুলের ভাতিজা তানভীর ভূঁইয়াও কলকাতায় যান। তানভীর কলকাতার নিউটাউন ও সল্ট লেকের মাঝামাঝি ত্রিশিব হোটেলে ওঠেন। ওই হোটেলে থেকে তানভীর বিভিন্ন সময়ে শিমুলের সঙ্গে দেখা করেন এবং তার পরিকল্পনা ও নির্দেশ মতো কাজ করতে থাকেন। আর ফ্ল্যাটে আগে থেকে অবস্থান করেন জিহাদ ও সিয়াম। পরে সেখানে যোগ দেন মোস্তাফিজ, তাজ, জামালসহ আরও কয়েকজন।
আনার হত্যা: জবানবন্দিতে তানভীরের 'স্বীকারোক্তি'
আনার হত্যা: আদালতে জবানবন্দি দিলেন সেলেস্টি
শিমুল জবানবন্দিতে আরও বলেন, গত ১০ মে আখতারুজ্জামান শাহীন সবার সঙ্গে বৈঠক করে দায়িত্ব বণ্টন করে বাংলাদেশে চলে আসেন। আনারকে হত্যার উদ্দেশ্যে সর্বশেষ কলকাতা বিমানবন্দরের পাশে ওটু নামের একটি রেস্টুরেন্টে বৈঠক হয়। ওই বৈঠকে শাহীন, শিমুল ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান, জিহাদ, তানভীর, সিয়াম, শিলাস্তি রহমানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। সেখানে হত্যার চূড়ান্ত পরিকল্পনা হয়।
শিমুল ভূঁইয়ার পরিকল্পনা মতো সবাই মিলে এমপি আনোয়ারুল আজিমকে প্রলুব্ধ করে কলকাতায় তাঁর বন্ধুর বাড়ি থেকে ডেকে নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনসের আবাসিক ভবনে শাহীনের ভাড়া বাসায় নেওয়া হয়। সেখানেই তাঁকে হত্যা করা হয়।
গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজীম আনার। প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন।
এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। তদন্ত শুরু হয় দুই দেশে। ২২ মে সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে দেশে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এই তিনজন হলেন- আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান।
আনার হত্যাকাণ্ডের খবরের দিনই তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় তার বাবাকে খুনের উদ্দেশে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। পরে ওই তিনজনকে গ্রেপ্তার করে ২৪ মে তাদের আদালতে নেওয়া হয়। প্রথম দফায় তাদের আট দিনের রিমান্ডে নেওয়া হয়। ৩১ মে তাদের দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
পুলিশ বলছে, এমপি আনার হত্যার ‘হোতা’ তার বাল্যবন্ধু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ঝিনাইদহের আখতারুজ্জামান ওরফে শাহীন মিয়া। আর হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করেছেন চরমপন্থি নেতা আমানুল্লা ওরফে শিমুল। আনার কলকাতায় যাওয়ার পরদিন বৈঠক করার জন্য আখতারুজ্জামানের ভাড়া বাসায় যান। সেখানেই আসামিরা তাকে হত্যা করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার কর্মকর্তা হারুন অর রশীদ গত ২৪ মে সাংবাদিকদের বলেছিলেন, সংসদ সদস্যকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ টুকরো করে হলুদ লাগিয়ে ছিটিয়ে দেওয়া হয় বলে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছেন। ফলে লাশ উদ্ধার করা কঠিন।
পরে কলকাতার ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরা উদ্ধারের কথা জানায় পুলিশ। ডিএনএ পরীক্ষার জন্য সেগুলো ভারতের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।