Published : 08 Sep 2024, 06:10 PM
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে তৃতীয়বারের মত চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় রোববার ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এদিন দুপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা করা ইনুকে।
আদালতে তুলে সাইফুল্লাহ হত্যা মামলায় ইনুর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লাববাগ থানার উপ-পরিদর্শক আক্কাস মিয়া।
আদালতে রিমান্ড আবেদন পড়ে শোনান প্রসিকিউশনের আদালত পরিদর্শক মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে সহযোগিতা করার জন্য শুনানি করেন আইনজীবী ওমর ফারুক ফারুকী, তিনি রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
ইনুর পক্ষে তার আইনজীবী মহিবুর রহমান মিহির রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয় আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা দাবি করেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধারের জন্য ইনুকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মামলার অভিযোগ অনুযায়ী, ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে সাইফুল্লাহ নিহত হন।
সাইফুল্লাহ বাবা কামরুল হাসান ১৯ অগাস্ট লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
এর আগে ২৫ অগাস্ট উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তখন তাকে ঢাকার নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যাকাণ্ডের মামলায় সাত দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
হাসানুল হক ইনু ২০১৪-২০১৯ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করেও তিনি হেরে যান।