Published : 03 Jun 2024, 08:48 PM
ময়মনসিংহের ভালুকায় দুর্ঘটনার ঘটনায় আদালতের নির্দেশ পালন না করায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক সহকারী পরিচালককে তলব করেছে হাই কোর্ট।
বিচারপতি এম আর হাসান এবং বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ সোমবার বিআরটিএর সহকারী পরিচালক বশির উদ্দিন আহমেদকে আগামী ১০ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
গত ৯ মে রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় সড়কে দুর্ঘটনার শিকার হন জায়েদা খাতুন (৩২) ও তার দেড় বছর বয়সী ছেলে মেহেদী হাসান।
পরে ভালুকা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মা জায়েদা খাতুন মারা যান।
ঘটনাটি সংবাদমাধ্যমে আসার পর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এইচআরপিবি প্রেসিডেন্ট জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বিষয়টি বিচারপতি এম আর হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের আদালতে উপস্থাপন করেন।
মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় শুনানি নিয়ে গত ২৭ মে আদালত তিনটি নির্দেশনা দিয়েছে, এগুলো হলো-
১. ৩ জুন সংশ্লিষ্ট গাড়ি ও আসামিকে আইনের আওতায় এনে আদালতকে অবহিত করতে হবে এবং দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি জব্দ এবং আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সবাইকে আদালতে এসে জবাবদিহি করতে হবে।
২. বিআরটিএ চেয়ারম্যানকে সংশ্লিষ্ট মামলার গাড়ি শনাক্ত করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করতে হবে।
৩. শিশুটির নিরাপত্তা, স্বাস্থ্য, চিকিৎসা সহ অন্যান্য সকল বিষয় সময় সময়ে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া এবং আদালতকে অবহিত করতে হবে।
মনজিল মোরসেদ বলেন, শুনানিতে ময়মনসিংহের সার্কেল ইন্সপেক্টর নুর ইসলাম সিদ্দিকী ও ভালুকা থানার ওসি মো. শাহ কামাল আদালতে উপস্থিত হয়ে মামলার তদন্তর বিষয়ে প্রতিবেদন দাখিল করেন এবং বক্তব্য রাখেন। প্রতিবেদনে আদালতের নির্দেশনা অনুসারে আসামি ও সংশ্লিষ্ট গাড়ি আটকের কোনো অগ্রগতি নেই বলে অবহিত করা হয়।
“আদালতের এক প্রশ্নের উত্তরে তারা বলেন, বিআরটিএর কাছে ২৮ মে দুর্ঘটনায় জড়িত সিআরভি মডেলের গাড়িটি প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে তথ্য প্রদানের অনুরোধ করা হয়। বিআরটিএর পক্ষে গত ৩০ মে সহকারী পরিচালক বশির উদ্দিন আহমেদ জবাবে রেজিস্ট্রেশন নম্বর সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানান।”
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, বর্তমান ডিজিটাল যুগে সংশ্লিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ে কোন কোন সিআরভি গাড়ি চলাচল করেছে তা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন উপায়ে শনাক্ত করা সম্ভব। কিন্তু বিআরটিএর অফিসার আদালতের নির্দেশনাকে গুরুত্ব না দিয়ে রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানান; যার কারণে এতদিনেও জায়েদা হত্যার সাথে জড়িত সংশ্লিষ্ট গাড়ি ও ড্রাইভারকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
মনজিল মোরসেদ জানান, শুনানি শেষে আদালত নির্দেশনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা করার জন্য বিআরটিএর সহকারী পরিচালক বশির উদ্দিন আহমেদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তাকে কেন শাস্তি দেওয়া হবে না, তার ব্যাখ্যা দিতে বলেছেন।
“আগামী ১০ জুন সকাল সাড়ে দশটায় বিআরটিএর সহকারী পরিচালক বশির উদ্দিন আহমেদকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”
ভালুকার দুর্ঘটনায় মৃত্যু: আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ