Published : 20 May 2025, 10:26 AM
প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টার অভিযোগে তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দেওয়া ওই তরুণেরা গোলাম মোস্তফাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতে তার বাসার সামনে অবস্থান নেন।
গোলাম মোস্তফা বলছেন, ২০-২৫ জন তরুণ রাত সাড়ে ১২টার পর গিয়ে তার বাসার ‘দরজা ভেঙে ঢোকার’ চেষ্টা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "কয়েকজন ছেলে বাসার সামনে এসে হইচই করছিল। তারা জোর করে বাসায় ঢোকার চেষ্টাও করে। পরে আমি ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। তাদের সাথে কিছু সাদা পোষাকের লোকজন ছিল। তারাও বাসায় ঢোকার জন্য বলেন। কিন্তু মধ্যরাত হওয়ায় দরজা খুলিনি।"
পরে তিনি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে কথা বলেন এবং সেই সূত্রে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার সঙ্গেও কথা হয় বলে জানান।
রাত ২টার দিকে সেখানে থাকা ধানমন্ডি থানার এসআই খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাম মোস্তফা অসুস্থ এবং রাতে দরজা খুলবেন না বলে জানানোর পর তারা চলে আসেন।
"যে ছেলেরা গিয়েছিল, তারাও চলে গেছে। তবে ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তারা সেখানে কেন গিয়েছিল জিজ্ঞাসা করা হবে।"
গোলাম মোস্তফার বিরুদ্ধে কোনো মামলা থাকার কথা এখনো শোনেননি বলে জানান পুলিশ কর্মকর্তা খলিলুর রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি নিয়ে ১৪ খণ্ডের বই 'সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কিছু বই প্রকাশ করেছে হাক্কানী পাবলিশার্স। স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রও পনের খণ্ডে প্রকাশ করেছে সংস্থাটি।