Published : 10 Jul 2024, 07:39 PM
লাইন মেরামত কাজের জন্য বৃহস্পতিবার রাজধানীর কলাবাগান, কাঁঠালবাগান এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিতরণ সংস্থা তিতাসের এক বার্তায় জানানো হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কলাবাগান, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, গ্রিন রোড ও পান্থপথ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সেই সঙ্গে আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে তিতাস সতর্ক করেছে।