Published : 23 Jul 2023, 10:48 PM
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার (পুরুষ) চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।
ঢাকায় শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় এ পর্বের উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মিনিস্টার গ্রুপ।
এতে জাতীয় ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, “২০২৪ সালে প্যারিসে যে অলিম্পিক হতে যাচ্ছে, সেটির ভলিবলের বাছাই পর্ব আগামী ৮ সেপ্টেম্বর কক্সবাজারে শুরু হবে। আয়োজক হিসেবে বাংলাদেশও এ বাছাই পর্বে খেলার সুযোগ পাচ্ছে। এটা বাংলাদেশের জন্য বড় অর্জন।”
এছাড়া আগামী অক্টোবরে স্কুল পর্যায়ে ভলিবল খেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ উপস্থিত ছিলেন।
গত মে থেকে জুন পর্যন্ত আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা (১৯তম পুরুষ) ২০২২-২০২৩ এর আঞ্চলিক পর্বে ৪৮টি জেলা অংশ নেয়। ২৭ জুলাই পর্যন্ত চূড়ান্ত পর্বে ১৪টি জেলা অংশ নেবে।