Published : 15 Nov 2024, 04:11 PM
রাজধানীর হাজারীবাগারে সাইকেল চুরি করতে আসা কিশোরদের ধাওয়া করতে গিয়ে তাদের ছুরিকাঘাতে আহত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত শাহাদত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) হাজারীবাগ লেন এলাকার বাসিন্দা। তার বাবা আফজাল হোসেন এলিফ্যান্ট রোড এলাকার একটি ব্লেজারের দোকানের কর্মী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বৃহস্পতিবার রাতে ছুরিকাহত অবস্থায় শান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
“চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।”
নিহতের বাবা আফজাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় কিশোর গ্যাংয়ের পাঁচ-ছয়জন হাজারীবাগ পার্ক এলাকায় সাইকেল চুরি করতে গেলে এলাকাবাসী তাদের দেখে ধাওয়া দেয়। তার ছেলে শান্তও এলাকাবাসীর সঙ্গে চোরদের ধরতে দৌড়ে যায়।
“একপর্যায়ে চুরি করতে আসা কিশোরেরা শান্তর বুকের বামে পাশে ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।”
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।
ওসি বলেন, “এখানে অন্য আরেকটা ঝামেলা হওয়ায় এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে কারা এই ঘটনায় জড়িত আমরা তাদের নামগুলো পেয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই পেয়ে যাব তাদের।”