Published : 21 May 2025, 11:49 AM
সংসদ নির্বাচনের প্রস্তাবিত আচরণবিধি ও ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
বুধবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির পঞ্চম কমিশন সভা এটি।
সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বৈঠকে।
সভার আলোচ্যসূচিতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ রয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোটের সময় আচরণবিধিতে প্রচারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ, সোশাল মিডিয়া তদারকিসহ একগুচ্ছ প্রস্তাব নিয়ে আলোচনা হবে বৈঠকে।
এছাড়া ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনায় প্রশাসন-পুলিশের কর্মকর্তাদের কর্তৃত্ব না রেখে ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়ানোর প্রস্তাবও রয়েছে।
সার্বিক বিষয়ে এ কমিশন সভায় আলোচনা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পুরনো খবর-
ইসির আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব সরকারের কাছে বুধবারই
আরপিও: আইন শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার প্রস্তাব ইসির
চাপ এড়াতে কমিটি করে ভোটকেন্দ্র নির্ধারণ, অভিযোগ শুনানির পরই চূড়ান্ত
আরপিও-আচরণবিধিতে কী সংস্কার চায় ইসি
নতুন আচরণবিধিতে সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকছে: ইসি আনোয়ারুল