Published : 30 Jun 2025, 12:32 PM
সরকারি চাকরির চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল সোমবার বিকালে প্রকাশিত হতে পারে।
পাঁচ বিসিএস নিয়ে সরকারি কর্ম কমিশন-পিএসসির রোডম্যাপে ৩০ জুন এ ফল প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ ফল প্রকাশের নির্ধারিত দিন। তবে কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।"
কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত পেলে বিকালের দিকে কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ হতে পারে বলে এ কর্মকর্তা জানান।
এ বিষয়ে জানতে চাইলে কমিশনের সদস্য মো. নাজমুল আমীন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্ধারিত দিনে এ ফল প্রকাশ করতে গত পাঁচ দিন ধরে আমরা কাজ করছি। বিকালের মধ্য প্রক্রিয়া শেষ হলে আজেই ফল প্রকাশের সম্ভাবনা আছে। আর তা না হলে কাল ফল প্রকাশ করা হবে।"
২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল গত বছর এপ্রিলে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মধ্যে ততদিনে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের পর 'ন্যায্যতা বজায় রাখতে’ প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগের কমিশনের নেওয়া পরীক্ষা বাতিল করে নতুন করে ভাইভা নেওয়ার সিদ্ধান্ত নেয় নবগঠিত পিএসসি।