Published : 25 Oct 2024, 11:56 AM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে দায়িত্ব পালনের জন্য আরও পাঁচজন কৌঁসুলি নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়োগ পাওয়া ৫ সিকিউটর হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম, মো. নুরে এরশাদ সিদ্দিকী, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ এবং ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা।
এদের মধ্যে প্রথম দুইজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং পরের তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রসিকিউশন টিমে প্রধান কৌঁসুলিসহ এ নিয়ে নিয়োগ পেলেন ১১ জন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ এর ৭(১) ধারা অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য পাঁচজনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ট্রাইব্যুনালে প্রধান কৌঁসুলি হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম ও পাঁচ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। এরা হলেন মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান ও মো. সাইমুম রেজা তালুকদার।
এদের মধ্যে প্রধান কৌঁসুলিসহ প্রথম পাঁচজনকে নিয়োগ দেওয়া হয় গত ৫ সেপ্টেম্বর এবং মো. সাইমুম রেজা তালুকদার নিয়োগ পান ৭ অক্টোবর।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার অভিযোগে বিচারকাজ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।