Published : 01 Jul 2025, 11:16 AM
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে ম্যাগাজিন ধরা পড়ার পর ঢাকার শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় ছয়টি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে-
• সব ধরনের ভিআইপি বা ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় মনোযোগ বৃদ্ধি।
• এভিয়েশন সিকিউরিটি সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান।
• সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা প্রদান।
• মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চঝুঁকির ব্যাগ হাতে পরীক্ষা বাধ্যতামূলক করা।
• বিমানবন্দরে প্রবেশের সময় ফায়ার আর্ম বহনকারীর পূর্বানুমতি নিশ্চিত করা এবং রেকর্ড সংরক্ষণ।
• নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধের নির্দেশনা প্রদান।
গত রোববার মরক্কো যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতব্যাগে একটি ম্যাগাজিন ধরা পড়ে।
এ নিয়ে শোরগোলের মধ্যে উপদেষ্টা ফেইসবুক পোস্টে বলেন, “ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়।”
ম্যাগাজিনটি নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের বলে ভাষ্য আসিফের। এ ঘটনার একদিন বাদে নিরাপত্তা জোরদারের কথা জানাল শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।