Published : 13 Jun 2024, 06:40 PM
রাজধানীর আগা সাদেক লেনের মিরন জল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদ কার্যক্রমের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেছে হাই কোর্ট।
আদালতের এই আদেশের ফলে আপাতত সেখানে উচ্ছেদ অভিযান চালাতে পারবে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কলোনির বাসিন্দাদের পুনর্বাসন করে তারপর উচ্ছেদ চালাতে বলেছে আদালত।
বৃহস্পতিবার একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেয়।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা ও মনোজ কুমার ভৌমিক।
মিরনজুল্লাহ কলোনিতে জমির পরিমাণ ৩ দশমিক ২৭ একর। এর মধ্যে ২৭ শতাংশ জমিতে ‘আধুনিক কাঁচাবাজার’ নির্মাণের জন্য সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ওই জমির একটি অংশে আগে থেকেই কাঁচাবাজার রয়েছে। যে অংশটি ভেঙে সিটি করপোরেশন ‘আধুনিক কাঁচাবাজার’ করতে চাইছে, সেখানে শ খানেক হরিজন পরিবারের বসবাস।
আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা সাংবাদিকদের বলেন, মিরন জল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদের জন্য যে নোটিস দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, তা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।
“শুনানি নিয়ে আদালত উচ্ছেদ কার্ক্রমে এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন। এই কলোনির বাসিন্দাদের বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা করে তারপর সরানোর উদ্যোগ নিতে বলেছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে।”
আইনুন্নাহার সিদ্দিকা বলেন, “আদালত বলেছে, আসছে ঈদে যে বর্জ্য আবর্জনার সৃষ্টি হবে, সেটা তো এই হরিজনরা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তাদের এখন উচ্ছেদ করলে যাবে কোথায়?”