Published : 04 Oct 2024, 10:51 PM
ছাত্র-জনতার গণআন্দোলনে নেমে চোখে আঘাতপ্রাপ্তদের জন্য জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ‘বিশেষায়িত চিকিৎসার’ ব্যবস্থা করেছে সরকার।
ইনস্টিটিউটে শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শে আহতদের চিকিৎসা দেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আন্দোলনে আহত যেসব চক্ষু রোগীর বিশেষায়িত চিকিৎসাসেবা প্রয়োজন, তাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ০১৭১৭৫৪৫৮৩৯, ০১৯৯৮৫৪৬৮৮৮ ও ০১৭১৭৪৮৭৮০৭ নম্বরে এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।”
গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন পরে রূপ নেয় সরকারপতনের গণআন্দোলনে। তীব্র আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গঠিত হয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার।
জুলাই-অগাস্টের দীর্ঘ আন্দোলনের মধ্যে সংঘর্ষ, সহিংসতায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। গত ২৪ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আন্দোলনের মধ্যে ৭০৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির প্রাথমিক তালিকার হিসাবে সারা দেশে এই সংখ্যা ১ হাজহার ৫৮১।
উপ-কমিটির প্রাথমিক তথ্য অনুযায়ী, আন্দোলনকালে ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছেন। তবে এটি আরও যাচাই বাছাই করবে কমিটি।
আহতদের কেউ-কেউ হারিয়েছেন হাত-পা, কেউ হারিয়েছেন চোখ। কারও অবস্থা আরও গুরুতর। শরীরে গুলি নিয়ে যন্ত্রণায় দিন পার করছেন হাসপাতালে।
অন্তর্বর্তী সরকার গঠনের পর আহতদের চিকিৎসার উদ্যোগ নেয় সরকার। এজন্য সরকারি-বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসাধীনদের কাছ থেকে বিল না নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয় স্বাস্থ্য সেবা বিভাগ।
গত ১৭ অগাস্ট স্বাস্থ্য সেবা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোকেও বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো হয়।
আহতদের চিকিৎসায় সব ব্যয় বহনের সরকারি ঘোষণার পরও বিল রাখলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরদিন স্বাস্থ্য সেবা বিভাগ জানায়।
এরপর ২১ অগাস্ট গণআন্দোলনে আহতদের চিকিৎসা পর্যবেক্ষণে ‘স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি’ গঠন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ১৭ সদস্যের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি গঠন করে সংগঠনটি।
আরও পড়ুন-
আন্দোলনে আহতদের চিকিৎসা পর্যবেক্ষণে কমিটি
আন্দোলনে আহতদের চিকিৎসায় বিল রাখলে আইনি ব্যবস্থা
আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ সরকারের, বিল না নেওয়ার আহ্বান
আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালিকায় ১৫৮১ মৃত্যু