Published : 08 May 2025, 10:18 PM
এবতেদায়ী ও দাখিল মাদ্রাসার অর্ধবার্ষিক পরীক্ষা ৪৯ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
আগামী ১২ মে থেকে পরীক্ষা শুরুর পরিকল্পনা থাকলে এখন ৩০ জুন থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সেই সঙ্গে ১৬ অক্টোবর থেকে দাখিল পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অর্ধবার্ষিক পরীক্ষা পিছিয়ে এবং দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা করে বৃহস্পতিবার মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি সংশোধন করেছে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
মাদ্রাসা অনুবিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
গত ৩০ ডিসেম্বর ২০২৫ সালের মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। সেখানে বলা ছিল, অর্ধবার্ষিক পরীক্ষা ১২ মে শুরু হয়ে ২ জুন পর্যন্ত চলবে, ফল প্রকাশ হবে ২৫ জুন।
তবে বৃহস্পতিবার জারি করা সংশোধনীতে বলা হয়েছে, অর্ধবার্ষিক পরীক্ষা ৩০ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত চলবে, আর ফল প্রকাশ হবে ৩ অগাস্ট।
গত ডিসেম্বরের প্রকাশিত তালিকায় দাখিলের নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা করা না হলেও সংশোধনীতে বলা হয়, ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর নির্বাচনী পরীক্ষা হবে, ফল প্রকাশ হবে ১০ নভেম্বর।
আর আগের তালিকার মতই বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হয়ে ৩০ ডিসেম্বর ফল প্রকাশের কথা বলা হয়েছে সংশোধনীতে।
চলতি বছর পাঠ্যবই সব শিক্ষার্থীর হাতে পৌঁছাতেই শিক্ষাবর্ষের তিন মান পার হয়েছে। এমন বাস্তবতায় দাখিল মাদ্রাসার অর্ধবার্ষিক পরীক্ষা পেছানো হল।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সালের এসএসসির প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা এক মাসের বেশি সময় পিছিয়ে দিয়েছিল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আগামী ২৪ জুন থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরুর কথা থাকলেও তা শুরু হবে ১ সেপ্টেম্বর। আর ১৬ অক্টোবর থেকে নির্বাচনী পরীক্ষা শুরুর কথা থাকলেও তা পিছিয়ে ২০ নভেম্বর থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।