Published : 29 Sep 2024, 09:08 PM
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রদবদলের অংশ হিসাবে ঢাকায় ফেরানো হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীমকে।
আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক পরিচিতি পাওয়া এই দূতকে রোববার এক আদেশে ‘অবিলম্বে’ ঢাকায় সদরদপ্তরে ফিরতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক সাইদা মুনা।
আওয়ামী লীগ সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিজেকে করিৎকর্মা হিসেবে প্রকাশ করতে এই কূটনীতিক ছিলেন দারুণ তৎপর। তার মেয়াদে হাই কমিশনকে ‘পার্টি অফিসে’ পরিণত করা হয়েছিল বলে বিএনপি সমর্থক প্রবাসীরা অভিযোগ করেন।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাই কমিশনে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন বিএনপি-জামায়াত সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে সে সময় হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে বক্তব্য দিতে দেখা যায়।
যুক্তরাজ্যে মিশনে যাওয়ার আগে থাইল্যান্ডে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন বিএসএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের এই কর্মকর্তা।
রাষ্ট্রদূত হওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক লন্ডন হাই কমিশন ও নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন সাইদা মুনা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়ার পর তাসনিম ইউনিভার্সিটি অব অব লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন ১৯৯৩ সালে।
জলবায়ু কূটনীতিতে ভূমিকা রাখার জন্য সাইদা মুনাকে 'ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২২' দেয় যুক্তরাজ্যভিত্তিক 'ডিপ্লোম্যাট' ম্যাগাজিন।