Published : 17 May 2025, 06:14 PM
রাজধানীর মিরপুর থানার এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে।
শনিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান।
আসামিদের আইনজীবী ওহিদুজ্জামান বিপ্পব বলেন, “গত ৬ মে এ মামলার অভিযোগপত্র আমলে নেওয়া হয়। আগের দিন ৫ মে তার মা মারা যান। এ কারণে মিল্টন সমাদ্দার উপস্থিত হতে পারেনি। আমরা সময় চেয়ে আবেদন করেছিলাম।
“কিন্তু আদালত তা নামঞ্জুর করে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”
গত বছরের ২ মে মিল্টন সমাদ্দার, তার স্ত্রী মিঠু হালদারসহ ৪-৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন দারুস সালাম এলাকার বাসিন্দা মতিউর রহমান মল্লিক।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২১ মার্চ সড়কে পড়ে থাকা এক বৃদ্ধকে মিল্টন সমাদ্দারের আশ্রমে দেন পাঠান বাদী। পরে তিনি ও তার বন্ধুরা ওই বৃদ্ধের খোঁজ নিতে গেলে আসামিরা হত্যার উদ্দেশে তাদের ওপর হামলা চালায়।
তদন্ত শেষে চলতি বছরে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান।
এর আগে গত বছরের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, হত্যাচেষ্টা ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। পরে সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছিলেন মিল্টন সমাদ্দার।