Published : 07 May 2025, 10:40 PM
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের আবেদনে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব বুধবার এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ময়মনসিংহ-২ আসনের সাবেক এমপি শরীফ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান।
আবেদনে তিনি বলেন, শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন ও ৪২ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৮১৬ টাকার ‘সন্দেহজনকভাবে’ লেনদেনের অভিযোগে গত ৩০ জানুয়ারি দুদকের ময়মনসিংহ কার্যালয়ে মামলা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। এ অবস্থায় শরীফ আহমেদ বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে। ফলে তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
শরীফ ছাড়াও যশোর-৬ আসনের সাবেক এমপির শাহিন চাকলাদের স্ত্রী ফারহানা জাহানের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেন একই বিচারক।
ফারহানার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ১৮ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা হয়েছে। মামলার তদন্তের মধ্যে তারও বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা করছে দুদক। এ অবস্থায় বিদেশ যাত্রা ঠেকাতে আদালতে আবেদন করে সংস্থাটি।
আরও পড়ুন-
'অবৈধ সম্পদ': সাবেক প্রতিমন্ত্রী শরীফের বিরুদ্ধে দুদকের মামলা