Published : 17 Apr 2025, 01:08 AM
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে।
ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
ছয় দফা দাবি আদায়ে দিনভর শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বৃহ্স্পতিবার ‘রেল ব্লকেড’ কর্মসূচি ঘোষণার পর বুধবার রাতে বর্তমান অধ্যক্ষকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করার আদেশ আসে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আদেশের কথা জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে বলে তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে রাত সাড়ে ৮টার দিকে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "তারা মোটিভেটেড বাই আদারস্। তারা আওয়ামী লীগের বিভিন্ন চক্রের ইন্ধনে এমনটা করছেন। একটা নিয়োগ বিধি তো চাইলেই পরিবর্তন করা যায় না, এর জন্য সময় লাগে। কিন্তু এর জন্যতো দিনভর সাত রাস্তা অবরোধ করে রাখা কাম্য নয়।"
এর আগে বুধবার সকাল থেকে ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা, মোহাম্মদপুর ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে একযোগে তারা নামায় রাজধানীজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা পর্যন্ত ভোগান্তিতে ছিল পুরো নগরী।
দাবি আদায়ে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরুর পর বেলা ১১টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারওয়ান বাজার রেলগেইটে রেলপথ ব্লকেড করবে বলে ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন...
বৃহস্পতিবার 'রেল ব্লকেড' কর্মসূচি পলিটেকনিক শিক্ষার্থীদের
সাত রাস্তা, মিরপুর, মোহাম্মদপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ