Published : 07 Oct 2022, 08:56 PM
ঢাকার বনানীতে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, শুক্রবার রাত পৌনে ৮ দিকে ওই রেস্তোরাঁয় আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট সেখানে যায়।
তবে রেস্তোঁরার কর্মী এবং স্থানীয়রা দ্রুতই আগুন নিভিয়ে ফেলেন।
বনানী থানার ওসি নুরে আযম মিয়া বলেন, “১৭ নম্বর রোডের তৃতীয় তলার স্টার কাবাবের রান্না ঘরে সামান্য আগুন লাগার ঘটনা ঘটেছে। নিজেরাই তাৎক্ষণিকভাবে নিভিয়েছে।“
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।