Published : 13 Nov 2024, 12:11 AM
চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে দেশের বিভিন্ন রুটে বেসরকারিভাবে পরিচালিত ২৪টি ট্রেনের ইজারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পশ্চিমাঞ্চল ও পুর্বাঞ্চলীয় রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এক চিঠিতে আগামী ৩১ ডিসেম্বর থেকে ইজারাদারদের সঙ্গে চুক্তি বাতিলের কথা বলা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব ট্রেনের ইজারা বাতিলের সিদ্ধান্তের কথা শুনেছি। তবে এ বিষয়ে আদেশের কপিটি আমি হাতে পাইনি।”
রেলওয়ের মহাব্যবস্থাপক (পুর্ব) মোহাম্মদ নাজমুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ আমরা একটি নির্দেশনা পেয়েছি। তাতে ট্রেনগুলোর ইজারা বাতিল করে পরবর্তী দরপত্র আহ্বানের প্রক্রিয়া গ্রহণের জন্য বলা হয়েছে।”
লোকাল, মেইল এবং কমিউটার ট্রেনগুলো ইজারা নিয়ে পরিচালনা করত বেসরকারি কোম্পানি। গত ৩ নভেম্বর রেলপথ মন্ত্রণালয় লিজ নেওয়া ইজারাদারদের আগামী ৩১ ডিসেম্বর থেকে চুক্তি বাতিল হওয়ার বিষয়টি জানাতে রেলওয়ের মহাপরিচালককে চিঠি দেয়।
চিঠিতে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে। এজন্য ২০১৯ সালে বেসরকারিভাবে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত বাতিল হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, কোনো শর্ত পালনে ব্যর্থ হলে চুক্তিপত্র বাতিল করার বিধান রয়েছে।
বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ২৪টি ট্রেনের ইজারা বাতিলের পাশাপাশি নতুনভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেনগুলো ইজারা দেওয়ার প্রয়োজনীয় কার্যক্রম নিতে রেলওয়েকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
চুক্তি বাতিলের কারণ হিসেবে কিছু বলা হয়নি রেল মন্ত্রণালয়ের চিঠিতে। বিষয়টি জানতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের মোবাইলে ফোনে একাধিকবার ফোন করলেও ধরেননি।