Published : 09 May 2023, 06:16 PM
ঢাকার কলাবাগানে নিজের ঘর থেকে এক সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
মৃত কুদরত-ই-খুদা হৃদয় (২৮) বেসরকারি টেলিভিশন স্টেশন যমুনা টেলিভিশনের নিউজ রুম এডিটর ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জে।
কলাবাগানের লেক সার্কাস রোডের একটি সাততলা ভবনের চিলেকোঠার একটি কক্ষে ভাড়া থাকতেন হৃদয়।
মঙ্গলবার সকালে সেই কক্ষে ফ্যানের সঙ্গে বাঁধা গামছায় ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায় বলে কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রেমঘটিত কারণে অভিমান করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে এসেছে।”
হৃদয় বছর খানেক ধরে যমুনা টেলিভিশনের অনলাইন বিভাগে নিউজ রুম এডিটর হিসেবে কাজ করছিলেন।
যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী বলেন, “প্রেমঘটিত হতাশার কারণে আগেও সে (হৃদয়) ঘুমের ওষুধ খাওয়ার ঘটনা ঘটিয়েছিল।”
তিনি জানান, ময়নাতদ্ন্ত শেষে হৃদয়ের লাশ নিয়ে তার মা ও ভাই সিরাজগঞ্জে রওনা হয়েছেন। সেখানে পারিবারিকভাবে তাকে দাফন করা হবে।