Published : 27 Dec 2022, 07:25 PM
৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস পালনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
পরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে সভার বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এখন থেকে প্রতি বছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
“একই সঙ্গে দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে তা অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।”
এক প্রশ্নের উত্তরে কবির বিন আনোয়ার বলেন, “আমরা যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে রেমিটেন্স পাই, যাদের আয়ের টাকা দিয়ে দেশের রেমিটেন্স আসে; তাদের জন্য একটা দিন আমরা পালন করতে চাই।”
রংপুর-জামালপুর পাচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি
রংপুর ও জামালপুরে একটি করে পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করতে দুটি আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এই একাডেমির নাম হবে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর।
“আর জামালপুরের মেলান্দহ উপজেলায় শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করা হবে।”
বর্তমানে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং গোপালগঞ্জে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) নামে তিনটি পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে। নতুন দুটি নির্মাণ হলে দেশে এ ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানের সংখ্যা হবে পাঁচ।
এছাড়া একাদশ জাতীয় সংসদের ২০২৩ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ জানান, “একাদশ জাতীয় সংসদের ২০২৩ সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদেয় ভাষণের খসড়া অনুমোদন হয়েছে।”
চীনসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দেশের বন্দরগুলোতে ‘স্ক্রিনিং’ জোরদারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে নির্দেশ দিয়েছেন।
কবির বিন আনোয়ার বলেন, “আমাদের দেশে যেন (করোনাভাইরাস) ছড়াতে না পারে, এজন্য প্রধানমন্ত্রী সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গতকালও চারজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়ায় তাদেরকে আইসোলেশনে দেওয়া হয়েছে।
“বিশেষ করে যেসব দেশে করোনার সংক্রমণ বেড়েছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের অবশ্যই করোনা টেস্ট করাতে হবে।”
মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।