Published : 01 Aug 2023, 08:44 PM
ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচির দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের এক মামলায় হাই কোর্ট আগাম জামিন পেয়েছেন দলটির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার তাকে আট সপ্তাহের আগাম জামিন দেয়।
শুনানিতে নিপুণ রায়ের পক্ষে শুনানি করেন তার বাবা, বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
পরে সারওয়ার হোসেন বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিপুণ রায়কে আট সপ্তাহের আগাম জামিন দিয়ে ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
শনিবার ঢাকার ধোলাইখালে অবস্থান কর্মসূচি পালনের জন্য বিএনপির কয়েকশ নেতাকর্মী সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
ওই ঘটনায় নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।