Published : 17 Jul 2023, 11:15 AM
ঢাকার খিলক্ষেতের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত রাতুল কাজীর বয়স ১৭, তার বাবা সুমন কাজী একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা কর্মী। খিলক্ষেতের বউড়া এলাকায় নিজেদের বাড়িতে বাবা-মায়ের সাথে থাকত রাতুল।
রাতুলের চাচাতো ভাই মো. নাদিম বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে রাতুল বসুন্ধরা থেকে বাসার দিকে ফিরছিল।
“খিলক্ষেত তিনশ ফিট আহাবর এলাকায় সে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনায় রাতুল গুরুতর আহত হয়।”
খবর পেয়ে রাতুলকে উদ্ধার করে প্রথমে আসিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা খারাপ হলে সকাল সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেলে পরীক্ষা শেষে চিকিৎসক রাতুলকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান নাদিম।