Published : 14 Aug 2023, 01:09 PM
জঙ্গি হামলার কোনো 'হুমকি' না থাকলেও নির্বাচনের বছরে জাতীয় শোক দিবস পালনে লোক সমাগমকে ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ মনে করছেন ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
জাতীয় শোক দিবসের আগের দিন সোমবার ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
১৫ অগাস্ট শোক দিবস পালনে ধানমন্ডির ৩২ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে ডিএমপি নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করছেন বলে জানান পুলিশ কমিশনার।
তিনি বলেন, “সামনে নির্বাচন। অন্য বছরের তুলনায় এবার ২০ থেকে ৩০ শতাংশ বেশি জনসমাগম হবে। এবার রাজনৈতিক নেতাকর্মীরা বেশি আসবেন। তাদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
বঙ্গবন্ধু ভবন এলাকায় দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং পরবর্তীতে সাধারণ জনগণের জন্য পৃথক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।"
তিনি জানান, মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে চলে যাওয়ার পর জনসাধারণের জন্য ওই এলাকা খুলে দেওয়া হবে।
যারা শ্রদ্ধা জানাতে যাবেন, তাদের সবার সহায়তা চেয়ে গোলাম ফারুক বলেন, "আপনারা ব্যাগ, ধারালো কোনো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন করবেন না।"
নির্বাচনের বছরে কেউ যেন নাশকতা ঘটিয়ে সরকারকে ‘বিব্রত’ করতে না পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলেন পুলিশ কমিশনার।
সেজন্য ‘সাইবার ওয়ার্ল্ডেও’ নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, "সুনির্দিষ্টভাবে জঙ্গি হামলার কোনো থ্রেট না থাকলেও এ বিষয়টি গুরুত্বের সাথে মনিটর করা হচ্ছে। বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলও একেবারে নির্মূল হয়ে যায়নি। এ ব্যাপারে আমরা সতর্ক আছি।"
১৫ অগাস্ট ঢাকায় যে পথে চলাচল নিয়ন্ত্রণ
ধানমণ্ডি ৩২ নম্বর সড়কটি ইতোমধ্যে একমুখী করা হয়েছে। শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের পূর্ব দিক থেকে ঢুকে পশ্চিম দিকে দিয়ে বের হয়ে যেতে বলা হয়েছে।
অন্যদের মধ্যে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম আ্যন্ড অপস) মহিদ উদ্দীন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, উপ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।