Published : 10 Apr 2023, 04:57 PM
র্যাবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে ভাটারা থানার মাদক আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম সোমবার নাফিজের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রোববার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে নাফিজকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে এ মামলা করেন এসআই রিয়াদ আহমেদ।
মামলায় বলা হয়, নাফিজের বাসায় ‘২৬টি বিদেশি মদের বোতল ও ৩২টি কোলার ক্যান’ উদ্ধার দেখানো হয়েছে, যার মূল্যমান ১৬ হাজার টাকা। এছাড়া তার লেনোভো ল্যাপটপ, আইফোন ১৩ প্রো মোবাইল এবং হিরো হাংক মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই শামীম হোসেন সোমবার নাফিজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে নাফিজের পক্ষে তার আইনজীবী মাহমুদুল হাসান জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে নাফিজকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এর আগে ২০২১ সালের ৫ নভেম্বর র্যাবের অভিযানে এক বন্ধুসহ গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় তার কাছ থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র্যাব।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয় নাফিজের বিরুদ্ধে।
সম্প্রতি ডয়েচে ভেলের তথ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকারে নাফিজ অভিযোগ করেন, তাকে ধরে নিয়ে যাওয়ার পর র্যাব- ১ এর দপ্তরে নিয়ে ‘নির্যাতন’ করা হয়েছিল।
ওই তথ্যচিত্র প্রকাশের এক সপ্তাহের মাথায় রোববার রাতে নাফিজের বাসায় অভিযান চালায় পুলিশ। সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুরনো একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে নাফিজকে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আবদুল আহাদ সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”