Published : 11 Jul 2023, 07:36 PM
সমবায় অধিদপ্তরে মহাপরিচালক এবং বাংলাদেশ তাঁত বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাসকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপনে তাদের নিয়োগের আদেশ হয়।
এর আগে গত ৩ জুলাই শফিকুর রেজা বিশ্বাসকে সেতু বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু ওই পদে তাকে পদায়ন না করে নতুন দপ্তরে পাঠানো হল।
এছাড়া অবসরোত্তর ছুটি ভোগরত অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকারকে এক বছরের চুক্তিতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
এই কর্মকর্তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আলাদা আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুর রাজ্জাক সরকারকে সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব রোকেয়া খাতুনকে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভাইরনমেন্ট গ্রোগ্রাম, শ্রীলঙ্কার মহাপরিচালক করা হয়েছে।
এছাড়া সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আশরাফুজ্জামানকে বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।