Published : 07 Oct 2022, 01:35 AM
ঢাকার উত্তরায় কিং ফিশার রেস্টুরেন্টের ‘লেক ভিউ’ বারে অভিযান চালিয়েছে ২০০ বোতল মদ উদ্ধারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে এই অভিযান চলে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. আকরামুল হোসেন।
তিনি রাত ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বার দাবি করলেও তারা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এখন পর্যন্ত ২০০ বোতল বিদেশি মদ ও ৫০০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।”
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান আকরামুল।