Published : 29 Dec 2022, 11:27 PM
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৩ সালের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক প্রতিবেদকদের এ সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি পদে ফিনান্সিয়াল এক্সপ্রেসের মীর মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন নিউজের আশিকুর রহমান অপু, কোষাধ্যক্ষ পদে দৈনিক জবাবদিহির আতিকুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে বার্তাটোয়েন্টিফোরের খুররম জামান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাফিজা দৌলা, ডেইলি ইন্ডাস্ট্রির রবিউল হক, বাংলা ট্রিবিউনের শেখ শাহরিয়ার জামান ও বাংলানিউজের তৌহিদুর রহমান।
এর আগে বিদায়ী কমিটির সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন ও কোষাধ্যক্ষ এহসান জুয়েল প্রতিবেদন পেশ করেন।