Published : 16 Aug 2018, 12:04 PM
জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের ওসমানী নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। তার পরিবারের ছয় বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেদিন ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি।
জাতীয় এই শোকের দিনে সিলেটের ওসমানী নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, পালিত হয়েছে নানা কর্মসূচি।
ওসমানী নগর উপজেলা প্রশাসন আয়োজিত শোক র্যালি
তাজপুর ডিগ্রি কলেজে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল
শহরের গোয়ালাবাজারের সাকসেস পয়েন্টে একটি কোচিং সেন্টারে শোক দিবসের এ আলোচনা অনুষ্ঠান হয়
জাতীয় শোক দিবস উপলক্ষে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়েও অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং দোয়া মাহফিল