Published : 27 Apr 2011, 12:06 PM
নিজের রাজনৈতিক দর্শন সম্পর্কে ফজলুল হক নেজেই বলেছিলেনঃ
বাংলার সাধারণ মানুষকে আমি ভালোবেসেছি… এ আমার অপরাধ। … সবই করেছি আমার বাংলার শোষিত, অত্যাচারিত, নিগৃহীত,লাঞ্ছিত মানুষের ব্যথাতুর মুখের দিকে চেয়ে। আমি তাদেরকে কোনো দিন রাজপ্রাসাদের স্বপ্ন দেখাইনি বা পরলোকের বেহেস্তি বানাতে চাইনি। বাংলার নরম পলিমাটির সাধারণ মানুষকে চিরদিন নিশ্চিত নিজস্ব কুঁড়েঘর থেকে মাথার ঘাম পায়ে পেলে মেহনতের বদৌলতে দু`বেলা দু`মুঠো ডাল-ভাতের সংস্থান করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আমার রাজনীতি এই ডাল-ভাতের রাজনীতি। তাই `লাঙল যার জমিন তার', `ঘাম যার দাম তার'- এ শপথ নিয়ে আমি দেশ সেবার ব্রতী হয়েছি।'