Published : 03 Feb 2025, 06:56 PM
এম জে এল বাংলাদেশ পিএলসির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘পঞ্চ মোবিল কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’।
২৯ জানুয়ারি কুর্মিটোলা গলফ ক্লাবে এ টুর্নামেন্ট শুরু হয় বলে জানানো প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে।
তাতে বলা হয়, “শনিবার সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবের পুল সাইডে টুর্নামেন্টের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ী হন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিরুল ইসলাম সিকদার এবং রানার-আপ হন এয়ার কমডোর মুনিম খান মজলিশ।
নারী খেলোয়াড় হিসেবে বিজয়ী হন জিন সুক ইউন।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট উদ্বোধন করেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
এম জে এল বাংলাদেশ পিএলসির পরিচালক তানজিল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকুল হোসেন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।