Published : 05 Mar 2025, 05:52 PM
ঋণ বিতরণের তথ্য সঠিক ও সন্তোষজনকভাবে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বিভাগকে (সিআইবি) না দিলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এক্ষেত্রে ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে। আর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে বাংলাদেশ ব্যাংক।
বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, “ব্যাংকিং খাতের ঋণ শৃঙ্খলা সুসংহত করার লক্ষ্যে সিআইবিতে সঠিক তথ্য দেওয়া একান্ত আবশ্যক। এজন্য ঋণগ্রহীতার ঋণের মাসিক ভিত্তিক তথ্য সিআইবিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেয়।
“এজন্য প্রতিটি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিকে তাদের ঋণগ্রহীতাদের সকল ঋণতথ্য মাসিক ভিত্তিতে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিস্টেমে আপলোড করার নির্দেশনা দেওয়া রয়েছে। ঋণ তথ্যাবলী সিস্টেমে আপলোড করার ৭ কর্মদিবসের মধ্যে সিস্টেমে সংশোধন করতে হবে।”
নির্ধারিত সময়ের মধ্যে ঋণতথ্য হালনাগাদ করে যথাসময়ে দাখিল করতে ব্যর্থ হলে ব্যর্থতার কারণ উল্লেখ করে বিস্তারিত ব্যাখ্যা তিনদিনের সিআইবিকে জানাতে হবে।
“ব্যাখ্যার কারণ ব্যুরোর কাছে সন্তোষজনক বিবেচিত না হলে সংশ্লিষ্ট ব্যাংক কিংবা ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণযোগ্য হবে,” বলা হয় সার্কুলারে।
এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।